বিজ্ঞান মেলা ও আর্টস আন্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৫

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আগামী ১১ অক্টোবর, ২০২৫ (শনিবার) এস সি ডি শান্তিনগর শাখায় বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ।

বিজ্ঞান মেলা গ্রুপ

প্রভাতি শাখা (ছাত্রী)
Group A : ৩য় ও ৪র্থ
Group B: ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি
দিবা শাখা (ছাত্র) 
Group C: ৩য় , ৪র্থ ৫ম শ্রেণি
Group D: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি

বিজ্ঞান মেলা (নির্দেশনা)

  • বিজ্ঞান মেলার জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজার সাথে পরামর্শ করে শিক্ষার্থীরা গ্রুপ ও দলনেতা নির্ধারণ করবে। উপযুক্ত মনে করলে প্রতি ক্লাসের জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজা প্রস্তাবিত গ্রুপ মেম্বার অদল/বদল করে নতুন গ্রুপ নির্বাচন করে দিবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দল বাছাই ও প্রোজেক্ট প্ল্যান জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫।
  • প্রত্যেক গ্রুপে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবে।
  • নিজ সেকশনের বাইরে বা অন্য শ্রেণির সাথে দল গঠন করা যাবে না।
  • প্রত্যেক সদস্য প্রজেক্টের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
  • প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীরা নিজ খরচে সংগ্রহ করবে এবং সার্বিক খরচাদি নিজেদের মধ্যে সমানভাবে বণ্টন করে নিবে।
  • প্রজেক্টের কাজ নিজ নিজ বাসায় করবে।
  • আর্ট পেপারে প্রজেক্টের নাম, ডায়াগ্রাম/ বিবরণ/ গুরুত্বপূর্ণ পয়েন্ট/উপকরণ ইত্যাদি সুন্দরভাবে এঁকে প্রদর্শনীর দিন উপস্থাপন করতে হবে।
  • প্রত্যেক দল তাদের নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫-এ (নিজ নিজ শিফট টাইমের মধ্যে) প্রজেক্ট এবং বিবরণী জমা দিবে।
  • ১১ অক্টোবর (শনিবার) সকাল ৮:০০টায় স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রজেক্টটি প্রদর্শন করার জন্য প্রস্তুতি নিতে হবে। দলে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের অবশ্যই প্রজেক্ট সম্পর্কে সম্যক ধারনা রাখতে হবে।
  • ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে প্রজেক্ট করা থেকে বিরত থাকতে হবে।
  • বিজ্ঞানমেলায় কোনো স্থান নির্ধারণ (১ম/২য়/৩য়) পদ্ধতি থাকবে না। পরিবর্তে বিভিন্ন মানদণ্ডে গ্রেডিং (A/B/C) প্রদান করা হবে। মূল্যায়নের ক্ষেত্রগুলো হবে নিম্নরূপঃ
    • সৃজনশীলতা ও উদ্ভাবন – নতুন, অনন্য ও অভিনব ধারণার উপস্থাপন
    • বৈজ্ঞানিক চিন্তাভাবনা – পরীক্ষামূলক প্রমাণ ও যৌক্তিক বিশ্লেষণ
    • ব্যবহারিক প্রয়োগ – বাস্তব জীবনে ধারণাটির কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা
    • প্রেজেন্টেশন ও যোগাযোগ দক্ষতা – ব্যাখ্যার স্বচ্ছতা, যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপন
    • দলগত কাজ ও প্রচেষ্টা – যথাযথ প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা
    • টেকসই ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি – সমাজ ও প্রকৃতির ওপর ইতিবাচক প্রভাব
  • প্রদর্শনী চলাকালীন অভিজ্ঞ প্যানেল প্রজেক্ট সম্পর্কে প্রত্যেক দলের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন এবং মূল্যায়ন করবেন।

আর্টস অ্যান্ড ক্রাফটস গ্রুপ

আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী (নির্দেশনা)

কেজি ও নার্সারি দলের জন্য নির্দেশনা

  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা কোনো প্রজেক্ট জমা দিবে না, বরং ১১ অক্টোবর (শনিবার) ২০২৫, শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে নির্ধারিত ছবি রং করবে (নার্সারি) ও ছবি আঁকবে (কেজি)।
  • আয়োজনের সুবিধার্থে (নার্সারি ও কেজি শ্রেণি) আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকগণ অফিসরুমে শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন করবেন (৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার এর মধ্যে) সে অনুযায়ী প্রদর্শনীর দিন সকল আয়োজন করা হবে।
  • স্কুল থেকে নার্সারির শিক্ষার্থীদের আউটলাইন করা কিছু বস্তুর ছবি সম্বলিত একটি শিট দেওয়া হবে, যা তারা রং করবে। 
  • কেজির শিক্ষার্থীদের সাদা আর্ট পেপার দেওয়া হবে, যার উপর তারা প্রাকৃতিক দৃশ্য বা কোনো নির্জীব বস্তুর ছবি আঁকবে ও রং করবে।
  • রং করা/ছবি আঁকা ১১ অক্টোবর (শনিবার) ২০২৫ সকাল ৯:০০ টায় (মর্ণিং শিফট) এবং ১১:০০ টায় (ডে শিফট) অনুষ্ঠিত হবে। রঙ করা আর ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন ইত্যাদি) অংশগ্রহণকারী সাথে নিয়ে আসবে।

১ম-৮ম শ্রেণির জন্য নির্দেশনা

  • ১ম-৮ম শ্রেণির অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী একটি (আর্টস অ্যান্ড ক্রাফটস) আইটেম জমা দিবে। 
  • প্রজেক্টের সব কাজ শিক্ষার্থী নিজে করবে, অন্য কারো সাহায্য নিয়ে করা প্রজেক্ট গ্রহণ করা হবে না। অভিভাবকরা শুধুমাত্র আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন।
  • প্রজেক্টের কাজ শিক্ষার্থী বাসায় করবে ও নির্ধারিত মেন্টরকে (উস্তাজ/উস্তাজাকে) আপডেট জানাবে।
  • ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫ এ নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে (শিফট অনুযায়ী) ফাইনাল প্রজেক্ট জমা দিবে। প্রজেক্টের সাথে একটি “ডিক্লারেশন ফরম” জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে যে অভিভাবকদের তরফ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী কতটুকু এবং কী ধরনের সাহায্য গ্রহণ করেছে। ফরমটি পূরণের ক্ষেত্রে নির্ধারিত উস্তায/উস্তাযাদের কাছ থেকে দিকনির্দেশনা নেয়া যাবে।

প্রিন্সিপাল

এস.সি.ডি (শান্তিনগর শাখা)

Scroll to Top