আসসালামু আলাইকুম,
আগামী ০৮-১১ নভেম্বর ‘২৫ থেকে (কায়দা, আমপারা, নাজেরা ও হিফজ) সকল বিভাগের কোরআন পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
পরীক্ষার রুটিন নিচে দেয়া হলো:
- কায়দা, আম্মা পারা এবং নাজেরা গ্রুপ এর পরীক্ষা ১১-১১-২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
- হিফয ১ম বর্ষের পরীক্ষা
০৮-১১-২৫ তারিখে অনুষ্ঠিত হবে। - হিফয ২য় বর্ষের পরীক্ষা সর্বমোট পাঁচ পারার উপর অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। উক্ত পাঁচ পারা তিন ধাপে নেয়া হবে:
- ০৮-১১-২৫ : (২৬, ২৭ পারা)
- ০৯-১১-২৫: (২৮ পারা)
- ১০-১১-২৫: (২৯, ৩০পারা)
- হিফয ৫ম বর্ষের পরীক্ষা সূরা ভিত্তিক হবে এবং উক্ত পরীক্ষাগুলো তিন ধাপে নেওয়া হবে:
- ০৮-১১-২৫: (সূরা ইউনুস, সূরা হূদ, সূরা ইউসুফ)
- ০৯-১১-২৫: (সূরা রা’দ, সূরা আনফাল, সূরা ইবরাহীম, সূরা আল-হিজর, সূরা আন-নাহল)
- ১০-১১-২৫: (সূরা বনী ইসরাইল, সূরা আল কাহফ)।
মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন