বার্ষিক পরীক্ষা ২০২৫ – রুটিন

বার্ষিক পরীক্ষা ২০২৫ – রুটিন

SCD-Annual Exam Routine 2025_Final_version Download

* নার্সারির কুরআন ও এরাবিক মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার দিন নেয়া হবে ইশাআল্লাহ্‌

* নার্সারি ও কেজি শ্রেণিতে মৌখিক পরীক্ষার দিন অন্যকোন ক্লাস অনুষ্ঠিত হবে না।

আগামী ০৮-১১ নভেম্বর ‘২৫ থেকে (কায়দা, আমপারা, নাজেরা ও হিফজ) সকল বিভাগের কোরআন পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

পরীক্ষার রুটিন নিচে দেয়া হলো:

  • হিফয ১ম বর্ষের পরীক্ষা: ০৮-১১-২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
  • হিফয ২য় বর্ষের পরীক্ষা সর্বমোট পাঁচ পারার উপর অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। উক্ত পাঁচ পারা তিন ধাপে নেয়া হবে:
    • ০৮-১১-২৫ : (২৬, ২৭ পারা)
    • ০৯-১১-২৫: (২৮ পারা)
    • ১০-১১-২৫: (২৯, ৩০পারা)
  • হিফয ৫ম বর্ষের পরীক্ষা সূরা ভিত্তিক হবে এবং উক্ত পরীক্ষাগুলো তিন ধাপে নেওয়া হবে:
    • ০৮-১১-২৫: (সূরা ইউনুস, সূরা হূদ, সূরা ইউসুফ)
    • ০৯-১১-২৫: (সূরা রা’দ, সূরা আনফাল, সূরা ইবরাহীম, সূরা আল-হিজর, সূরা আন-নাহল)
    • ১০-১১-২৫: (সূরা বনী ইসরাইল, সূরা আল কাহফ)।
  • কায়দা, আম্মা পারা এবং নাজেরা গ্রুপ এর পরীক্ষা: ১১-১১-২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন

Scroll to Top