নাজেরা, হিফয-১, হিফয-২ এবং হিফয-৫ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী শিক্ষা বর্ষে কে কোন গ্রুপে হিফয করবে, তার চুড়ান্ত তালিকা নিচে প্রকাশ করা হলো।
উল্লেখ্যঃ
হিফয-১ বিভাগেরশিক্ষার্থীরা তাদের পরিক্ষার ফলাফলের ভিত্তিতে হিফয-২ গ্রুপে ক্লাস শুরু করবে।
হিফয-২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব নির্ধারিত তানবিহ ও ফাতহ-এর মানদন্ড অনুযায়ী উত্তীর্ণ হয়েছে , তারা আগামী বছর হিফয-৩ বিভাগে (১ম-৫ম পারা) হিফয করবে।
হিফয-৫ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব নির্ধারিত তানবিহ ও ফাতহ-এর মানদন্ড অনুযায়ী উত্তীর্ণ হয়েছে , তারা আগামী বছর হিফয-৩ বিভাগে (১ম-৫ম পারা) হিফয করবে।
হিফয-১, হিফয-২, এবং হিফয-৫ বিভাগের যারা অনুত্তীর্ণ হয়েছে , তারা আগামী বছর ” জেনারেল কুরআন ” বিভাগে নাজেরা ও হিফয করবে। তাদের পুরো বছর জুড়ে হিফয করার পরিমাণ হবে আনুমানিক ১০-১২ পৃষ্ঠা।
বিঃদ্রঃ হিফজ বিভাগের সকল গ্রুপের নতুন বর্ষের ক্লাস ২ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার), থেকে শুরু হবে। ক্লাসের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে, ইন শা আল্লাহ। “জেনারেল কুরআন” গ্রুপের ক্লাস আগামী শিক্ষাবর্ষের সাথে (জানুয়ারি ২০২৬ থেকে) শুরু হবে, ইন-শা-আল্লাহ।