নার্সারি শ্রেণির লিখিত ক্লাস টেস্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

আগামী সপ্তাহে ক্লাসের নির্ধারিত সময়ে “নার্সারি শ্রেণির” লিখিত ক্লাস টেস্ট নেয়া হবে। ক্লাস টেস্টের যাবতীয় উপকরণ স্কুল থেকে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

পরীক্ষার সময়সূচি:

১৬/৭/২৩ রবিবার – কুরআন এরাবিক
১৭/৭/২৩ সোমবার – বাংলা
১৮/৭/২৩ মঙ্গলবার – ইংরেজি
১৯/৭/২৩ বুধবার – গণিত

ক্লাস টেস্টের সিলেবাস:

বাংলা:
স্বরবর্ণ – ‘অ’ থেকে ‘ঔ’
ব্যঞ্জনবর্ণ – ‘ক’ থেকে ‘ণ’

আরবি:

লিখিতঃ
১। খালিঘরে আরবি হরফ লেখা
২। ডানে/বামে হরফ মিল করা
৩। এক জাতীয় হরফে গোল দাগ দেওয়া
৪। ছবির সাথে হরফ মিল করা
৫। আরবিতে সংখ্যা লেখা

মৌখিকঃ ১। সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাওসার ২। দোয়া (শিটের ১-১০) ৩। (আলিফ থেকে গাইন) পর্যন্ত হরফ দিয়ে শব্দ বলা ৪। আরবি গণনা (১-১০)

ইংরেজি:
Capital letter – ‘A’ to ‘J’
Small letter – ‘a’ to ‘j’

গনিত:
সংখ্যায় লেখা – ‘১’ থেকে ‘৩৫’
Write in Numbers – ‘1’ to ’35’

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন

Scroll to Top