সাইন্স ফেয়ার প্রজেক্ট ও ক্রাফটস জমাদান
- সাইন্স ফেয়ারের নিজ নিজ প্রজেক্ট প্রদর্শনীর দিন সকালে নির্ধারিত স্থানে নিয়ে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। এর পূর্বে সাইন্স প্রজেক্ট স্কুলে সাবমিট করার প্রয়োজন নেই।
- ২৪ আগস্ট ২০২৩ (বৃহস্পতিবার) উভয় শিফট-এ কুরআন ও আরবি ভাষাশিক্ষা ক্লাসের পর স্কুল ছুটি পর্যন্ত শিক্ষার্থীরা সায়ন্স ও ক্রাফটস প্রজেক্ট (১ম-৬ষ্ঠ শ্রেণির ছবি, হাতের তৈরি কাজ ইত্যাদি) সম্পন্ন করে স্ব-স্ব মেন্টরকে অবগত করবে এবং ২৬ তারিখে প্রজেক্ট নিয়ে উপস্থিত হবে এবং মেন্টরের নিকট জমা দিবে। কোন প্রজেক্ট সাবমিট করার প্রয়োজন নেই।
প্রদর্শনীর স্থান:
– ৩য় তলা (লিফট-৩): সকল ছেলে শিক্ষার্থীর সাইন্স প্রজেক্টসমূহ এন্ড ক্রাফটস প্রদর্শন করা হবে।
– বেইস ম্যান্ট স্কুলে: মেয়ে শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টসমূহ এন্ড ক্রাফটস প্রদর্শিত হবে।
সাইন্স প্রজেক্ট প্রদর্শনীর সুবিধার্থে স্কুল প্রাঙ্গণ সকাল ৭:৩০ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে। সাইন্স ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সকাল ৮:০০টার মধ্যে যার যার প্রোজেক্ট নিয়ে নির্ধারিত স্থানে অবস্থান করবে। ৮:৩০ থেকে প্রদর্শনী শুরু হবে, ইন–শা–আল্লাহ।
- বেইসম্যান্টে স্কুলের ফ্লোরে (মেয়েদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো পুরুষ অভিভাবক বা ছেলেরা প্রবেশ করবে না।
- ৩য় তলায় (ছেলেদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো মহিলা অভিভাবক বা মেয়েরা প্রবেশ করবে না।
অভিভাবকদের জন্য সাইন্স ফেয়ার এবং ক্রাফটস প্রদর্শনীতে উপস্থিতির সময়
- নার্সারি – ১ম শ্রেণির অভিভাবক: ৮:৩০ – ৯:১৫
- ২য় – ৬ষ্ঠ শ্রেণির অভিভাবক: ৯:১৫ – ১০:০০
পর্যাপ্ত জায়গার অভাব এবং আয়োজনের সুবিধার্থে অভিভাবকদের উপরোক্ত সময় মেনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
অন্যান্য দিকনির্দেশনা
- সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে আসবে।
- ৩য় তলায় ক্রাফটস প্রদর্শনীতে প্রবেশ করার পর অভিভাবকরা খেয়াল রাখবেন যাতে ছোট বাচ্চারা কোনো ক্রাফটস হাত দিয়ে না ধরে।
- প্রদর্শনী চলাকালীন সকল অভিভাবক পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন।
- অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
- কোনো অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীরা সাইন্স প্রজেক্ট বা ক্রাফটস নিয়ে কোনো ধরনের তুলনা বা বিরূপ মন্তব্য করবেন না।
- শিক্ষার্থীরা নিজ নিজ সাইন্স প্রজেক্ট এবং ক্রাফটস, প্রদর্শনী শেষে বাসায় নিয়ে যাবে।
- সাইন্স প্রজেক্টের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।
নার্সারি ও কেজি শ্রেণির আর্টস প্রতিযোগিতা
শ্রেণি | সেকশন | সময় | রুম নং |
নার্সারি | A ও B | ৯:১০ – ৯:৪০ | দ্বিতীয় তলা ২০১ |
শ্রেণি | সেকশন | সময় | রুম নং |
কেজি | A | ৮:০০ – ৮:৪০ | দ্বিতীয় তলা ২০১ |
কেজি | B | ৮:৩০ – ৯:১০ | দ্বিতীয় তলা ২০২ |
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দিকনির্দেশনা
- নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা ২৬ আগস্ট ২০২৩-এ নিম্নে উল্লেখিত সময়ে উপস্থিত থাকবে। নার্সারির শিক্ষার্থীরা আউটলাইন করা (স্কুল থেকে সরবরাহকৃত) একটি শিট-এ (যেখানে কিছু নির্জীব দৃশ্যের আউটলাইন করা একটি ছবি থাকবে) রং করবে।
- কেজির শিক্ষার্থীরা সাদা আর্ট পেপারে (স্কুল থেকে সরবরাহকৃত) নির্জীব কোনো ছবি আঁকবে ও রং করবে
- নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা রঙ করা এবং ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন/প্যাস্টেল কালার ইত্যাদি) সাথে করে নিয়ে আসবে। জল রং আনা থেকে বিরত থাকতে হবে।
অন্যান্য দিকনির্দেশনা
- সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম ও আইডি কার্ড পরে স্কুলে আসবে।
- অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
- আর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের পর শিক্ষার্থীরা নিচতলায় অবস্থানরত অভিভাবকদের কাছে চলে যাবে।
- নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের আর্টস প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।
– এস সি ডি এডমিন