ভর্তি মূল্যায়ন ফলাফল (২০২৬ শিক্ষাবর্ষ)

আসসালামু আলাইকুম,

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যাদের ফলাফল “Pass” তারা নির্ধারিত শ্রেণিতে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার)-এর মধ্যে ভর্তি নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ। ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫-এর অফিস টাইমের মধ্যে যারা ভর্তি নিশ্চিত করবেন না, তাদের স্থানে “Waiting” থেকে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির জন্য যোগাযোগ করা হবে।

যাদের নাম তালিকায় নেই, তারা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হননি।

ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
এস.সি.ডি (শান্তিনগর শাখা)

Scroll to Top