ভর্তি মূল্যায়ন ফলাফল (২০২৫ শিক্ষাবর্ষ)

আসসালামু আলাইকুম,

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যাদের ফলাফল “Pass” তারা নির্ধারিত শ্রেণিতে আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার)-এর মধ্যে ভর্তি নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ। ১৯ তারিখ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪-এর অফিস টাইমের মধ্যে যারা ভর্তি নিশ্চিত করবেন না, তাদের স্থানে “Waiting” থেকে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির জন্য যোগাযোগ করা হবে।

যাদের নাম নিম্নের তালিকায় নেই, তারা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হননি।

ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
এস.সি.ডি (শান্তিনগর শাখা)

  • অফিস টাইমঃ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০টা থেকে ০৩:০০টা
Scroll to Top