২০২৫ সালে এস.সি.ডি শান্তিনগর শাখায় ভর্তির জন্য নিচে উল্লিখিত ৩টি পদ্ধতির যেকোনো ১টি পদ্ধতি ব্যবহার করে (সপ্তাহে ৭ দিন) ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে, ইন-শা-আল্লাহ।
পদ্ধতি-১: স্কুল থেকে সরাসরি ফরম সংগ্রহ ও জমা
১ নভেম্বর ২০২৪ থেকে এস.সি.ডি (শান্তিনগর) স্কুল অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরম এর মূল্য ২০০ টাকা। ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে। স্কুল অফিস থেকে ফরমটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে সব ঠিক থাকলে ফরমের “স্টুডেন্ট কপি” অংশটি আলাদা করে আপনাদের ফেরত দিবে। এই “স্টুডেন্ট কপি” অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।
যারা ভর্তি ফরম অফিসে জমা দিবেন, তাদের পরবর্তীতে স্কুল অফিস থেকে ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আগামী ২৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
পদ্ধতি-২: Google Form-এর মাধ্যমে
নিচের link-এ ক্লিক করে গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করুন। ফরম-এর মূল্য বাবদ ২০০ টাকা 01819431797-এই মোবাইল নাম্বারে বিকাশ করবেন। মনে রাখবেন, এটি বিকাশ পার্সোনাল নাম্বার, তাই “সেন্ড মানি” ব্যবহার করে টাকা পাঠাবেন। ট্রানজেকশনের স্ক্রিনশটটি ফর্মের যথাস্থানে Attach করুন এবং ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে Submit করুন।
ফরম Submit করার পর স্কুল অফিস থেকে ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আগামী ২৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর আগামী ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের ছবি স্কুল অফিসে জমা দিবেন এবং স্কুল থেকে ফরম-এর “স্টুডেন্ট কপি’ অংশটি সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ। এই “স্টুডেন্ট কপি” অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।
ফরম লিঙ্ক: https://forms.gle/gNygLq7bYrxSoB8J8
পদ্ধতি-৩: ফরম-এর সফট কপি প্রিন্ট করে অফিসে জমা
২০২৫ সালের ভর্তির ফরমটি ডাউনলোড করে Legal Size (8.5″x14″)-এর পেজে প্রিন্ট করুন এবং কলম দিয়ে পূরণ করুন। ফরম-এর মূল্য বাবদ ২০০ টাকা 01819431797-এই মোবাইল নাম্বারে বিকাশ করবেন। মনে রাখবেন, এটি বিকাশ পার্সোনাল নাম্বার, তাই “Send Money” অপশন ব্যবহার করে টাকা পাঠাবেন।
এবার পূরণকৃত ভর্তি ফরমটির ছবি তুলুন এবং বিকাশ ট্রানজেকশনের স্ক্রিনশট (বা Transaction ID) ও ভর্তি ফরমের ছবি একসাথে Attach করে shantinagar@scdbd.org এই ঠিকানায় ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ই-মেইল করুন।
SCD-Admission-Form-2025 Download
ফর্মটি পূরণ করে ইমেইল করার পর আগামী ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের ছবি স্কুল অফিসে জমা দিবেন এবং স্কুল থেকে ফরম-এর “স্টুডেন্ট কপি’ অংশটি সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ। এই “স্টুডেন্ট কপি অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01733-408598 (সকাল ৯:০০ – বিকাল ৫:০০টা)
মা’আসসালামাহ
এস সি ডি এডমিন