বার্ষিক পরীক্ষা ২০২৫ ফলাফল এবং ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি

আসাসালামু আলাইকুম,

আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ “বার্ষিক পরীক্ষা ২০২৫”-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্‌। বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।

১) রেজাল্ট শিট-এ “Promotion Decision”-এর ব্যাখ্যা:

২) কেজি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজাল্ট ও খাতা একই দিনে দেখানো হবে। কেজি-৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না।

৩) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৬ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।

আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল ও নির্দেশনা:

সময়ক্লাসরেজাল্ট গ্রহণের স্থান
৮: ৩০ – ১০: ০০নার্সারিপুরুষ অভিভাবকঃ রুম নং-১০২
মহিলা অভিভাবকঃ রুম নং-১০৩
৮: ৩০ – ১০: ০০কেজি থেকে ২য় শ্রেণিপুরুষ অভিভাবকঃ রুম নং-২০১
মহিলা অভিভাবকঃ রুম নং-২০২
১০: ০০ – ১১: ৩০৩য় থেকে ৫ম শ্রেণিপুরুষ অভিভাবকঃ রুম নং-১০২
মহিলা অভিভাবকঃ রুম নং-১০৩
১০: ০০ – ১১: ৩০৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিপুরুষ অভিভাবকঃ রুম নং-২০১
মহিলা অভিভাবকঃ রুম নং-২০২

নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে
পরীক্ষার খাতা রেজাল্ট কার্ডের সাথে প্রদত্ত সময়ের মধ্যে দেখানো হবে, ইন শা আল্লাহ।

অধ্যক্ষ
এস.সি.ডি (শান্তিনগর শাখা)

Scroll to Top