ক্লাস টেস্ট-০১ (CT-1) রুটিন (২০২৫ শিক্ষাবর্ষ)

আসসালামু আলাইকুম,

আগামী রবিবার (১৩/০৪/২৫) থেকে কেজি৮ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস টেস্ট শুরু হবে ইন-শা-আল্লাহ।

১। রমাদানের ছুটির পূর্ব পর্যন্ত যতটুকু সিলেবাস কভার করা হয়েছে তার উপর CT বা “ক্লাস টেস্ট” অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। CT চলাকালীন অন্যান্য সকল ক্লাস স্বাভাবিকভাবেই চলবে।

২। নির্ধারিত বিষয়ের CT ঐ দিন রুটিনে নির্ধারিত ক্লাস টাইমের মধ্যেই (অল্টার্নেটিভ সাবজেক্ট এর সময়ও হতে পারে) হবে।

৩। CT নাম্বার (১০%) যেহেতু অর্ধ-বার্ষিক পরীক্ষার সাথে যোগ হবে, তাই CT’তে অংশগ্রহণের ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৪। বার্ষিক পরীক্ষা সময়মত দিতে না পারলে পরবর্তিতে তা Retake দেওয়া যায় না। একইভাবে CT দিতে না পারলেও তা Retake দেওয়া যায় না।

বিশেষ দ্রষ্টব্য:

নার্সারিতে কোনো CT হয় না।

মা’আসসালামাহ,
এস.সি.ডি এডমিন

Scroll to Top