আসসালামু আ’লাইকুম।
আগামী ১৫ জুলাই,২০২৫ মঙ্গলবার থেকে নিম্নপ্রদত্ত রুটিন অনুযায়ী নার্সারি শ্রেণির শ্রেণি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইং শা আল্লাহ।

- নার্সারির মৌখিক পরীক্ষার দিন নিয়মিত ক্লাসগুলো চলবে ইং শা আল্লাহ।
- নার্সারির শ্রেণি পরীক্ষার দিন অন্যকোন ক্লাস অনুষ্ঠিত হবে না।
- শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ (পেন্সিল, ইরেজার, শার্পনার) স্কুল থেকে দেওয়া হবে, ইন শা আল্লাহ।
- পরীক্ষার দিন শিক্ষার্থীরা শুধু ব্যাগ, পানির পট এবং টিফিনবক্স নিয়ে আসবেন, ইন শা আল্লাহ।