কায়দা/আম্মা পারা/নাজেরা গ্রুপের দৈনিক ট্র্যাকিং চার্ট

কায়দা, আম্মা পারা এবং নাজেরা গ্রুপের (১ম শ্রেণি- ৬ষ্ঠ শ্রেণির) সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০/০১/২০২৩ (সোমবার) কায়দা, আম্মা পারা এবং নাজেরা ট্র্যাকিং চার্ট প্রদান করা হবে এবং প্রতিদিন শিক্ষার্থীরা এই ট্র্যাকার নিয়ে স্কুলে আসবে। 

অভিভাবকবৃন্দ অবশ্যই শিক্ষার্থীদের প্রতিদিনের করণীয় কাজ তদারকি করবেন এবং ট্র্যাকারে স্বাক্ষর করবেন।