আসসালামুআলাইকুম,
বর্তমান রুটিন অনুযায়ী নার্সারি-৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ১০ মার্চ ২০২৪ (রবিবার) পর্যন্ত ক্লাস করবে। রমাদান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুলের সাধারণ বিষয়ের সকল ক্লাস ১১ মার্চ – ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে ।
১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার) থেকে শুধুমাত্র হিফজ ও নির্বাচিত নাজেরা বিভাগের শিক্ষার্থীরা (১ম – ৭ম শ্রেণি) নিম্নোক্ত রুটিন অনুযায়ী ২৮ মার্চ ২০২৪ পর্যন্ত ক্লাস করবে, ইন-শা-আল্লাহ।
- হিফযের মেয়ে শিক্ষার্থী:
- সকাল ১০:০০টা – ১২:০০ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)
- নাজেরা ও হিফযের ছেলে শিক্ষার্থী:
- সকাল ১০:৩০টা – ১২:৩০ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)
নাজেরা ও হিফজ-এর পরীক্ষা
আগামী ২৭ মার্চ “নাজেরা গ্রুপ” এবং ২৮ মার্চ “হিফয গ্রুপ” শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শিডিউল পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নাজেরা ও হিফজ – এই দুই গ্রুপের পরীক্ষার নম্বর “বার্ষিক” এসেসমেন্টের ৩০%
পরীক্ষার সিলেবাস:
- নির্বাচিত নাজেরা গ্রুপ (ছেলে): সূরা যারিয়াত – হাদীদ
- হিফজ গ্রুপ: প্রত্যেকের পড়া অনুযায়ী পরীক্ষার পূর্বে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্
কায়দা, আম্মাপারা ও নাজেরা গ্রুপ
এই গ্রুপের শিক্ষার্থীদের বাড়ির কাজের চার্ট রমাদানের ছুটির পূর্বেই দিয়ে দেওয়া হবে। অভিভাবকরা উক্ত চার্ট অনুসরণ করে শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করছে কিনা তা তদারকি করবেন, ইন-শা-আল্লাহ। রমাদানে কায়দা ও আম্মাপারা গ্রুপের কোনো ক্লাস স্কুলে অনুষ্ঠিত হবে না।
নার্সারি ও কেজি শ্রেণি
বাসায় বাড়ির কাজ ও পড়া দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী শিক্ষার্থীরা বাসায় হোম ওয়ার্ক করবে ও পড়বে, ইন-শা-আল্লাহ।
রমাদান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ১৭ এপ্রিল ২০২৪ (বুধবার) থেকে নার্সারি – ৭ম শ্রেণির সকল ক্লাস, বর্তমান রুটিন অনুযায়ী পুনরায় শুরু হবে ইন-শা-আল্লাহ। রমাদান চলাকালীন শিক্ষার্থীরা বাসায় নির্ধারিত বাড়ির কাজ ও ‘রমাদান এ্যাসাইনমেন্ট’ তৈরি করবে এবং উক্ত এ্যাসাইনমেন্ট আগামী ১৮ এপ্রিল ২০২৪-এ স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ।
মা’আসসালামাহ,
অধ্যক্ষ,
এস.সি.ডি (শান্তিনগর শাখা)