সাইন্স ফেয়ার এবং আর্টস ও ক্রাফটস প্রদর্শনী (১১ অক্টোবর ২০২৫) সংক্রান্ত নির্দেশনা

সাইন্স ফেয়ার প্রজেক্ট জমাদান

  • প্রদর্শনীর দিন (১১ অক্টোবর ২০২৫, শনিবার) সকালে শিক্ষার্থীদের তাদের সাইন্স প্রজেক্টসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। এর পূর্বে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।
  • প্রদর্শনীর সুবিধার্থে স্কুল প্রাঙ্গণ প্রদর্শনীর দিন সকাল ৭:৩০ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
  • সাইন্স ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রদর্শনীর দিন সকাল ৮:৩০-এর মধ্যে তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবে।
  • প্রদর্শনী শুরু হবে সকাল ৯:০০টা থেকে, ইন-শা-আল্লাহ।

প্রদর্শনীর স্থান

  • আগামী ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) নার্সারি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুলের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
  • উক্ত দিনে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:০০টার মধ্যে আর্টস ও ক্রাফটস প্রজেক্ট জমা দিতে হবে।

আর্টস ও ক্রাফটস প্রজেক্ট জমাদানের স্থান:

প্রদর্শনীর স্থান

অন্যান্য নির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে আসবে।
  • ক্রাফটস প্রদর্শনীতে প্রবেশের পর অভিভাবকরা খেয়াল রাখবেন যেন ছোট বাচ্চারা কোনো ক্রাফটস স্পর্শ না করে।
  • প্রদর্শনী চলাকালীন সকল অভিভাবক পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
  • অভিভাবকরা ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকবেন
  • কোনো অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীরা একে অপরের প্রজেক্ট নিয়ে তুলনা বা বিরূপ মন্তব্য করবেন না।
  • শিক্ষার্থীরা প্রদর্শনী শেষে তাদের নিজ নিজ প্রজেক্ট বাড়িতে নিয়ে যাবে।

প্রতিযোগিতার তারিখ: ১১ অক্টোবর ২০২৫ (শনিবার)

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দিকনির্দেশনা

  • নার্সারির শিক্ষার্থীরা আউটলাইন করা (স্কুল থেকে সরবরাহকৃত) একটি শিট-এ (যেখানে কিছু নির্জীব দৃশ্যের আউটলাইন করা একটি ছবি থাকবে) রং করবে।
  • কেজির শিক্ষার্থীরা সাদা আর্ট পেপারে (স্কুল থেকে সরবরাহকৃত) নিজের পছন্দমত নির্জীব কোনো ছবি আঁকবে ও রং করবে
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা রঙ করা এবং ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন/প্যাস্টেল কালার ইত্যাদি) সাথে করে নিয়ে আসবে। জল রং আনা থেকে বিরত থাকতে হবে।
  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম ও আইডি কার্ড পরে স্কুলে আসবে।
  • নার্সারি ও কেজির আর্টস প্রতিযোগিতা চলাকালীন অভিভাবকবৃন্দ স্কুল ভবন-এর নিচতলায় অবস্থান করতে পারবেন।

নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা ১১ অক্টোবর ২০২৫-এ নিম্নে উল্লিখিত সময়ে উপস্থিত থাকবে:

শ্রেণিসেকশনপ্রতিযোগিতার সময়রুম নং
নার্সারিA (মেয়েদের শাখা)৯:৩০ – ১০:৩০৩০১ নং রুম
নার্সারিB (ছেলেদের শাখা)১১:০০ – ১২:০০৩০১ নং রুম
শ্রেণিসেকশনপ্রতিযোগিতার সময়রুম নং
কেজিA৯:০০ – ১০:০০৩০৪ নং রুম
কেজিB১০:৩০ – ১১:৩০৩০৪ নং রুম

এস সি ডি এডমিন

Scroll to Top