আসসালামু আলাইকুম,
তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ২০২৪ (রবিবার) থেকে স্কুল কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ।
১) পরবর্তী নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত নার্সারি ও কেজি শ্রেণির কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। তবে স্কুল থেকে নার্সারি ও কেজি’র শিক্ষার্থীদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
২) ১ম-৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন ও আরবি ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হবে এবং এরপর প্রতিদিন একটি করে বিষয়ের উপর ক্লাস হবে ও বাড়ির কাজ দেওয়া হবে।
অন্যান্য নির্দেশনা:
১) শিক্ষার্থীরা অবশ্যই স্কুলে থাকাকালীন প্রচুর পরিমাণে পানি পান করবে।
২) কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে স্কুলে আসবে না।
৩) শিক্ষার্থীরা কেউ স্কুলে থাকাকালীন অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবে।
৪) ছুটি হওয়ার সাথে সাথেই অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের বাসায় নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।
৫) অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সাথে ছাতা রাখবেন।
৬) সর্বোপরি আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার কাছে দু’আ করবো, যেন তিনি এই তীব্র গরম থেকে আমাদের হেফাজত করেন এবং বৃষ্টি বর্ষণ করে পরিবেশ স্বস্তিদায়ক করে দেন, আমীন।
মা’আসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (শান্তিনগর শাখা)
Morning Shift Routine
Class | 07:10-8:10 | 08:10-8:50 | 8:50-9:05 | 9.05-9:40 | |||
Class 1- 7 | Quran Class | Arabic Class | Tiffin | General Class Sunday: Math Monday: English Tuesday: Islam Wednesday: Bangla Thursday: Science/BGS/ Will be announced by class teacher |
Day Shift Routine
Class | 10:30-11:30 | 11:30-12:10 | 12:10-12:25 | 12:25-01:00 | |||
Class 1- 7 | Quran Class | Arabic Class | Tiffin | General Class Sunday: Math Monday: English Tuesday: Islam Wednesday: Bangla Thursday: Science/BGS/ Will be announced by class teacher |