এস সি ডি – শিক্ষা সফর ২০২৪ (বিশেষ নির্দেশিকা)

  • শিক্ষা সফরে সকল অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অবশ্যই শারিয়াহ কর্তৃক নির্ধারিত সকল বিধি-নিষেধ মেনে চলতে সচেষ্ট থাকবেন।
  • শিক্ষার্থীদের জন্য স্কুলের ইউনিফর্ম পরিধান করা জরুরী নয়। তবে সকলেই ইসলামিক বিধান অনুযায়ী পর্দা রক্ষা করে এই শিক্ষা সফরে অংশগ্রহণ করবেন।
  • পূর্ব ঘোষনা অনুযায়ী সকাল ৭:৪০এ বাস শান্তিনগর ইস্টার্ণ প্লাস মার্কেটের সামনে থেকে ছেড়ে যাবে এবং নির্ধারিত সময়ের পরে আর কারও জন্য অপেক্ষা করবে না।
  • প্রত্যেকের কাছে যার যার টিকেট রাখুন। বাস ভলান্টিয়ারবৃন্দ বাসে বসার পর টিকেটের উপরের অংশ ছিড়ে নিবে।
  • শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু খেলার আয়োজন করা হবে।
  • প্রতি বেলার খাবার সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন। সকালের নাস্তা খাবারের বক্সে দেয়া হবে, বেঁচে গেলে নিয়ে আসবেন এবং দুপুরের খাবার সেলফ সার্ভিস, যতটুকু প্রয়োজন ততটুকুই নিবেন ইনশাআল্লাহ্‌। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।
  • বাসের বাইরে কেউ আবর্জনা বা টিস্যু ফেলবেন না। প্রতিটি বাসে সামনে ও পিছনে ২টি বিন ব্যাগ থাকবে।
  • খাবার গ্রহণ করার সময় সবাই শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাড়িয়ে টোকেন দিয়ে খাবার গ্রহণ করবেন এবং খাবারের পর বক্সগুলো নির্দিষ্ট বিন ব্যাগে ফেলবেন।
  • টোকেন ছাড়া কোন খাবার প্রদান করা হবে না।
  • কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা গেলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে অভিভাবকের । স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দায়িত্ব গ্রহণ করবে না।
  • এই স্পটে একটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।
  • প্রতিটি বাসের বামদিকে সিট প্ল্যান প্রিন্ট করে লাগানো থাকবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।
  • পর্দার বিষয়ে সতর্কতা:
    • মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।
    • ৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।
    • মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে বা পর্দার নিচে নামিয়ে উপর দিয়ে কথা বলবেন না।
    • মহিলাদের জন্য নির্ধারিত স্থানের ভিতর কোনো অবস্থাতেই কেউ ছবি তুলবেন না বা ভিডিও করবেন না। 

সফরসূচী

  • সকাল ৭:২০ – ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে রিপোর্টিং টাইম
  • সকাল ৭:৩০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ 
  • সকাল ৭:৩৫-এ নাম ডেকে হাজিরা নিশ্চিত করা
  • সকাল: ৭:৪০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা
  • সকাল: ৮:২০ – গন্তব্যে পৌছানো
  • সকাল: ৮:৩০ – সকালের নাস্তা গ্রহণ (ভেজিটেবল খিচুরি)
  • সকাল ৯:০০ – ১২:১৫ – খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানো
  • সকাল ১০ঃ৩০ – হালকা নাস্তা ও কফি
  • দুপুর: ১২:৪৫ – যোহর সলাতের জামাত
  • দুপুর: ১:৩০ – দুপুরের খাবার (পোলাও, মুরগি, ডিম, সবজি, ফিরনি)
  • দুপুর ২ঃ৩০ – কফি
  • দুপুর ৩:০০ – ৩:৩০ – পুরস্কার বিতরণ
  • বিকাল ৩:৩০ – আসর সলাতের জামাত
  • বিকাল ৩:৪৫ – বাসে আসন গ্রহণ
  • বিকাল ৩:৫০ – ঢাকার উদ্দেশ্যে রওনা
  • বিকাল ৫:০০ – শেষ স্টপেজ – শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে

সকলেই যাত্রা শুরুর পূর্বে যানবাহনের দু’আ পড়ে পড়বেন এবং অপর মুসলিম ভাই/বোনকে সহযোগীতার মনোভাব রাখবেন, ইনশাআল্লাহ।

বাস অনুযায়ী অংশগ্রহণকারীদের লিস্ট

অনুরোধক্রমে, 

অধ্যক্ষ

এস সি ডি (শান্তিনগর শাখা)

Scroll to Top